Site icon Jamuna Television

‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দক্ষিণ আফ্রিকায় তেমন কার্যকর নয়’

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। ব্রিটিশ প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন এ তথ্য।

শনিবার বিবৃতিতে জানান, বি-ওয়ান-থ্রি-ফাইভ-ওয়ান ভাইরাসের বিরুদ্ধে টিকাটির অত্যন্ত সীমিত কার্যকারিতার প্রমাণ মিলেছে। একদিন আগেই ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনটির ব্যর্থতার খবর।

দক্ষিণ আফ্রিকার একটি বিশ্ববিদ্যালয়ের ট্রায়ালের প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করে পত্রিকাটি। জানায়, ২ হাজারের বেশি সুস্থ তরুণের ওপর প্রয়োগের পর কার্যকারিতা মেলেনি টিকাটির।

অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ জানায়, নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষায় খুব দ্রুতই ভ্যাকসিনে প্রয়োজনীয় পরিবর্তন আনবে তারা।

ইউএইচ/

Exit mobile version