Site icon Jamuna Television

অসামাজিক কর্মকাণ্ডের দায়ে বিনোদন কেন্দ্র থেকে চিকিৎসকসহ ৫ জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট:

অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় বেসরকারি বিনোদন কেন্দ্র ভিন্নজগতের আবাসিক ড্রিম প্যালেস থেকে ইন্টার্র্নি চিকিৎসকসহ ৫ নারী ও পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতারের পর রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিন্নজগতে অভিযান পরিচালনাকারী রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, ভিন্নজগতের আবাসিক ড্রিম প্যালেসে দীর্ঘদিন থেকে বিভিন্ন শ্রেণি পেশার নারী ও পুরুষ রুম ভাড়া নিয়ে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আমরা সেখানে অভিযান চালাই। সেখানে বিভিন্ন রুম থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় তারিকুজ্জামান (২৯), তাসলিমা আখতার (২৮), এসাহাক আলী (৩৫), মাবিয়া খাতুন (৩২) এবং তোহর আহম্মেদকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version