Site icon Jamuna Television

হেরেও রেকর্ড গড়েছে বাংলাদেশ

অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বিশ্বের পাঁচ ব্যাটসম্যানের। এই পাঁচ জনের মধ্যে উইন্ডিজের একজন রয়েছে যার নাম রো। সাবেক সেই ক্রিকেটারের সাথে নিজের নামটাও লিখিয়েছেন মায়ার্স। সব মিলেয়ে অভিষেকে বিশ্ব ক্রিকেটে ডাবল সেঞ্চুরির মালিক এখন ছয় জন।

এবার আসি চতুর্থ ইনিংসে মায়ার্সের রেকর্ড নিয়ে, চতুর্থ ইনিংসে টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করার ঘটনা ঘটেছিলো প্রায় ১৪৪ বছর আগে, সেই ঘটনাকে আবার নতুন করে ঘটানো হলো বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। চতুর্থ ইনিংসে যেয়ে ডাবল সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে মায়ার্স অষ্টম।

২০০৩ সালে পাকিস্তানি ক্রিকেটার ইয়াসির হামিদের অভিষেকে টাইগারদের বিপক্ষে প্রথম ইনিংসে খেলেছিলেন ৭০ রানের ইনিংস। আর চতুর্থ ইনিংসে ১০৫ । বাংলাদেশের বিপক্ষে তিনিই ছিলেন সর্বশেষ ব্যাটসম্যান যে কিনা তিন অঙ্কের ঘরে রান করতে পেরেছিলও। আর ১৮ বছর পরে সেই কথা টাইগারদের মেনে করিয়ে দিলো মায়ার্স।

এশিয়ায় কোনো ব্যাটসম্যানের অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংসটি জ্যাক রুডলফের। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে ২২২ রানের অপরাজিত ইনিংসটির কাছাকাছি কেউই যেতে পারেননি এখনও।

সে যাই হোক আমরা যদি শুধু মাত্র চতুর্থ ইনিংস হিসেবে নিকেশে দেখা যায় মায়ার্সের ধারেকাছে নেই কেউই। এই টেস্টে মায়ার্সের রান যখন ১৪২ তখনই এশিয়ায় বাইরের কোনো ব্যাটসম্যানের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে দুবাইয়ে ১৪১ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।

২০১৫ সালে পাল্লেকেলেতে চতুর্থ ইনিংসে ১৭১ রানের অপরাজিত ইনিংসে পাকিস্তানকে জয় এনে দিয়েছিলেন ইউনিস খান। এশিয়ায় চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ইনিংসের ইউনিসের রেকর্ডটি আজ জায়গা হারাল মেয়ার্সের কাছে। উপমহাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটার এখন মায়ার্স।

টেস্টে হেরেছে তাতে কি হয়েছে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশও। এশিয়ার মাটিতে এশিয়ায় বাইরের কোনো দলের কাছে সবচেয়ে বড় লক্ষ্য ছুড়ে দিয়েও হারার রেকর্ড গড়েছে বাংলাদেশ। আরও একটি রেকর্ড হচ্ছে ২০০৮ সালে নিউজিল্যান্ডকে ৩১৭ রানের লক্ষ্য দিয়েও হারতে হয়েছিলো বাংলাদেশকে। তবে একটা জিনিস এত বড় রানের স্কোর টপকে এশিয়ার কোন দলও টেস্ট জয় করতে পারেনি।

৩৯৫ রানের লক্ষে যখন উইন্ডিজ ব্যাট করতে নামে ব্যাপারটা পরিষ্কার ছিলো জিততে হলে এশিয়ার রেকর্ড গড়তে হবে উইন্ডিজকে। অসংখ্য রেকর্ড ভাঙা এক ইনিংসে মায়ার্স সেটা নিশ্চিত করেছেন। এশিয়ায় সবচেয়ে বড় লক্ষ্য দিয়ে হারের রেকর্ডটি এখন বাংলাদেশ ক্রিকেট দলের। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় টার্গেট তাড়া করে জয় পাওয়ার রেকর্ডের মালিক আগে থেকেই উইন্ডিজ। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের সর্বজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষেই সেই কাণ্ড করেছিল ওয়েস্ট ইন্ডিজ দল।

Exit mobile version