Site icon Jamuna Television

দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৫৭ রান

ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাই টেস্টে ৩২১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে ভারত। ইংলিশদের দেওয়া ৫৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৫৭ রান।

সকালে, বুমরার শিকার হয়ে ৩৪ রানে ফেরেন ডম বেস। অশ্বিনের তৃতীয় শিকার হন অ্যান্ডারসন। ৫৭৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। ২১৮ রানের ইনিংস খেলেন জো রুট।

জবাবে, ইনিংসের শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত। ২৯ রান করা শুভমান গিলকে নিজের দ্বিতীয় শিকার বানান আর্চার। এরপর অধিনায়ক কোহলি আর রাহানে ডম বেসের শিকার হলে ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারত। তবে ৫ম উইকেট জুটিতে পুজারা ও রিশব পন্ত ১১৯ রানের জুটি গড়লে প্রাথমিক ধাক্কা সামাল দেয় স্বাগতিকরা।

পুজারাকে ৭৩ আর পন্তকে ৯১ রানে আউট করেন ৪ উইকেট শিকার করেন ডম বেস। আবারো শঙ্কা জাগে ফলোঅনের। অবশ্য দিনের বাকী সময় ওয়াশিংটন সুন্দর আর অশ্বিন কোন অঘটন ঘটতে না দেয়ায় ৬ উইকেটে ২৫৭ রানে দিনশেষ করে ভারত। এই সিরিজের উপর নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

Exit mobile version