Site icon Jamuna Television

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক আরেক ছাত্র

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদর উপজেলায় এক মাদ্রাসার ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার আরেক ছাত্রকে (১৭) আটক করেছে পুলিশ। রোববার রাত ৮টায় পশ্চিম দেওভোগের মাদরাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা মাদ্রাসা থেকে অভিযুক্ত ছাত্রকে আটক করে সদর থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ১১ বছর বয়সী ছাত্রকে কৌশলে মাদ্রাসার থাকার কক্ষে থেকে ডেকে নিয়ে ছাদে বলাৎকার করে একই মাদ্রাসার ১৭ বছর বয়সী আরেক ছাত্র। এতে ভুক্তভোগী ছাত্রটি অসুস্থ হয়ে পড়লে পরদিন মাদ্রাসার শিক্ষক মো. নাছির, মো. রাজু ছাত্রটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে গোপনে চিকিৎসা দেয়া হয়। দুই শিক্ষক বিষয়টি ধামাচাপা দিতে অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষকে না জানিয়ে গোপন রাখে। বিকেলে ভুক্তভোগী ছাত্র তার মায়ের কাছে বিষয়টি জানালে, মা পুলিশকে অবহিত করে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version