Site icon Jamuna Television

উত্তরাখণ্ডে হিমালয়ের তুষারধসে এখনও নিখোঁজ ১৭০ জন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ে তুষারধসে এখনও নিখোঁজ অন্তত ১৭০ জন। এরমধ্যেই ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযানে নেমেছে সেনাবাহিনী, ফায়ারসার্ভিসসহ বিভিন্ন সংস্থার কয়েক হাজার বিশেষজ্ঞ সদস্য।

তপোবন-বিষ্ণুগড়ের একটি টানেলে আটকা পড়া ৩০ থেকে ৩৫ শ্রমিককে উদ্ধারে চলছে তৎপরতা। ঋষিগঙ্গা বিদ্যুৎ প্রকল্পের প্রায় ১২৫ শ্রমিকের সন্ধান করছে উদ্ধারকর্মীরা। গঙ্গা তীরবর্তী প্রতিটি জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণের নির্দেশনাও দিয়েছে।

রোববার সকালে হঠাৎ, হিমালয়ের ঢাল বেয়ে উন্মত্ত জলরাশি নেমে আসে, উত্তরাখণ্ডের চমোলি জেলায়। রাজ্যের ধউলিগঙ্গা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে নদীর দু’পাশের অনেক বাড়িঘর। নিহত পরিবারগুলোকে ৪ লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

Exit mobile version