Site icon Jamuna Television

প্রতীকী লাল বেলুন নিয়ে মিয়ানমারে বিশাল বিক্ষোভ

এক দশকের বেশি সময় পর সেনা বিরোধী বিশাল বিক্ষোভ হলো মিয়ানমারে। রোববার হাজার-হাজার মানুষ যোগ দেয় প্রতিবাদ-সমাবেশে।

ইয়াঙ্গুনে সবচেয়ে বড় বিক্ষোভ হলেও দেশটির আরও ডজন খানেক শহরে হয় প্রতিবাদ মিছিল। এসময় সুচির দল- এনএলডির রংয়ের লাল পোশাক এবং লাল বেলুন ছিলো প্রতিবাদের প্রতীকী ভাষা।

তাছাড়া থাইল্যান্ডে জান্তা বিরোধী ‘থ্রি ফিঙ্গারস স্যালুট’ প্রদর্শন করেন বিক্ষুব্ধ মিয়ানমারবাসী। সেনা স্বৈরশাসনের বিরোধী শ্লোগান দেন বিক্ষোভকারীরা। একইসাথে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’সহ শীর্ষ নেতাদের মুক্তির জোরালো দাবি তোলা হয়।

দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার পরেও দমানো যায়নি আন্দোলন। তাই আবারও সংযোগ স্থাপন করেছে সেনা সরকার। ২০০৭ সালের পর এটাই মিয়ানমারে জান্তা বিরোধী সবচেয়ে বড় ও জোরালো বিক্ষোভ। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী।

Exit mobile version