Site icon Jamuna Television

প্রতিপক্ষের মাঠ থেকে দারুণ জয় তুলে নিলো বার্সেলোনা

লা লিগায় পিছিয়ে পড়েও রিয়াল বেতিসের মাঠ থেকে দারুণ এক জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়েছে মেসির দল। বেতিসের অতিথি ছিল বার্সেলোনা। বাড়তি সতর্ক ছিলেন কোম্যান। কারণ,ফর্মে আছে পেল্লেগ্রিনির শিষ্যরাও।

কাতালানদের হতাশ করে ৩৮ মিনিটে লিড নেয় বেতিস। গোল করেন বোর্গা ইগলেসিয়াস। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার তিন মিনিট পরেই গোলের দেখা পান মেসি। ৫৮ মিনিটে ভিক্টর রুইজ আত্মঘাতি গোল করলে ২-১’র লিড পায় বার্সেলোনা।

৭৫ মিনিটে চমৎকার গোল করে বেতিসকে ২-২ গোলের সমতা উপহার দেন ৩২ বছর বয়সী রুইজ। ৮৭ মিনিটে ব্যবধান গড়েন ২১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ত্রিনকাও। ৩-২ ব্যবধানে ম্যাচ জেতে বার্সেলোনা।

এ জয়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে কাতালানরা। ২১ ম্যাচে বার্সার সংগ্রহ ৪৩ পয়েন্ট।

Exit mobile version