Site icon Jamuna Television

উত্তরাখণ্ডে তুষারধস, নিরাপদে আছেন ঋতুপর্ণা

নতুন ছবির শুটিং করতে উত্তরাখণ্ডে গিয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে উত্তরাখণ্ডের কথা আসতেই চোখে ভাসে হিমালয়ের ভয়াবহ তুষারধসের কথা। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতেও নাকি ভালো ও নিরাপদে আছেন এই অভিনেত্রী। খবর আনন্দবাজারের।

রোববারের তুষারধসে সেখানে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। তবে ঋতুপর্ণা এবং তার ইউনিট দুর্ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে রয়েছেন। আনন্দবাজারকে অভিনেত্রী জানান, তারা নিরাপদে আছেন। তিনি বলেন, মুসৌরি রোডে রোববার শুট করছিল ‘অন্তর্দৃষ্টি’-র টিম। শুটিংয়ের মাঝেই একাধিক গ্রাম ধসে তলিয়ে গিয়েছে। এখানে সরাসরি কোনও প্রভাব না পড়লেও খবর শুনে সকলেই মর্মাহত।

Exit mobile version