Site icon Jamuna Television

দ্বিতীয় টেস্টে খেলছেন না সাকিব

উইন্ডিজের বিপক্ষে সিরিজে হঠাত করে ইনজুরিতে পরে মাঠের বাইরে চলে যাওয়া সাকিবের অভাব বেশ ভালো ভাবেই বুঝেছে টিম টাইগার্স। সেই অভাব আর পূরণ হচ্ছে না এই সিরিজে। এর কারণ দ্বিতীয় টেস্টেও সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। এমন সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছে আকরাম খান।

আকরাম খান জানান, সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিবকে পাবে না বাংলাদেশ। আসলে সাকিব না থাকলে দলে একটা নেগেটিভ প্রভাব পরে। তবে আমি আমা করছি দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে সাকিব।

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কুঁচকির চোটে শেষ ওয়ানডেতে মাঠ থেকে উঠে যেতে হয়েছিলো সাকিবকে। তারপর বিসিবির চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে প্রথম টেস্টে উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো করলেও ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে মাঠ ছাড়েন সাকিব। এর পরে আর মাঠে নামা হয়নি সাকিবের। ম্যাচের বাকি সময় ড্রেসিংরুমেই কাটাতে হয়েছে মিস্টার আল হাসানকে।

Exit mobile version