Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় পাকিস্তানের

রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়ে ২-০’তে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। জয়ের জন্য ৩৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭৪ রানে থেমেছে প্রোটিয়াদের ইনিংস। এরআগে পঞ্চম দিনের শুরুটা ভালো হয়নি সফরকারীদের। হাসান আলীর জোড়া শিকারে কাটা পড়েন ভ্যান ডুসেন ও ফাফ ডু প্লেসি।

এরপর ১০৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন এইডেন মার্কম্যান ও টেম্বা বাভুমা। ১০৬ রান করে মার্কম্যান ও ৬১ রানে বিদায় নেন বাভুমা। শেষ ৩৩ রানে ৬ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। হাসান আলী নেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন এই পেসার।

আর সিরিজ সেরা মোহাম্মদ রিজওয়ান। এরআগে নিজেদের প্রথম ইনিংসে ২০১ রানে অল-আউট হয় দক্ষিণ আফ্রিকা। আর প্রথম ইনিংসে ২৭২ রানের পর টেলএন্ডারদের দৃঢ়তায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানে পাকিস্তান।

Exit mobile version