Site icon Jamuna Television

শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৮১ রান

চেন্নাই টেস্ট পঞ্চমদিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৮১ রান। চতুর্থদিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ৩৯ রান।

এরআগে ৬ উইকেটে ২৫৭ রান নিয়ে চতুর্থদিনের খেলা শুরু করা ভারতের প্রথম ইনিংস থামে ৩৩৭ রানে। ফলোঅনে পড়লেও ভারতকে ব্যাটিংয়ে পাঠায়নি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিনের ৬ উইকেট শিকারে মাত্র ১৭৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৪০ রান করেন জো রুট। তবে জয়ের জন্য ভারতকে ৪২০ রানের বিশাল টার্গেট দেয় ইংলিশরা।

জবাবে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় স্বাগতিকরা। এর আগে ৫৭৮ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ২১৮ রানের ইনিংস খেলেন জো রুট।

Exit mobile version