Site icon Jamuna Television

কুষ্টিয়ার সেই এসপিকে বরিশালে বদলি

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে বদলি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

এদিকে, কুষ্টিয়ার নতুন পুলিশ সুপারের (এসপি) দায়িত্ব পেয়েছেন বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার মো. খায়রুল আলম।

এসপি তানভীর আরাফাত ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কুষ্টিয়ায় যোগদানের পর বেশকিছু ভালো কাজের মাধ্যমে এবং করোনাকালে সাধারণ মানুষের পোশে দাঁড়িয়ে তিনি আলোচনায় আসেন।

তবে সম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠলে এজন্য অনুতাপ প্রকাশ করে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চান।

ইউএইচ/

Exit mobile version