Site icon Jamuna Television

দ্রুততম সময়ের মধ্যে কোভিড নাইনটিন টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

দ্রুততম সময়ের মধ্যে কোভিড নাইনটিন টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ফ্রন্টলাইনারদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও টিকার জন্য নিবন্ধনের সুযোগ করে দেয়া হবে। এসময় সারা দেশের পরিচ্ছন্নতাকর্মীদের টিকা দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

রোববার থেকে সারাদেশে কোভিড ১৯ এর টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। নির্ধারিত হাসপাতালে নিবন্ধিত ফ্রন্টলাইনারদের টিকা দেওয়া চলছে। পাশাপাশি প্রথম পর্যায়েই নিবন্ধিত প্রবীন ব্যক্তিদেরও দেওয়া হবে করোনার টিকা।

দুপুরে মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী এবিষয়ে কিছু দিকনির্দেশনা দেন। এসময় টিকার জন্য নিবন্ধরের সুযোগ আরও প্রসারিত করার নির্দেশ দেন তিনি। সেইসাথে, করোনা মোকাবেলায় সকলের প্রতি কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version