Site icon Jamuna Television

পর্ন সাইট চালানোর অভিযোগে অভিনেত্রী গহনা গ্রেফতার

একতা কাপুরের ওয়েবসিরিজ ‘গান্দি বাত’র অভিনেত্রী গহনা বশিষ্ঠকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তার বিরুদ্ধে পর্ন ওয়েবসাইট চালানোর অভিযোগ রয়েছে।

জানা যায়, উঠতি মডেল ও অভিনেত্রীদের দিয়ে অশ্লীল ভিডিও শুট করে চালানো হচ্ছিলো পর্ন ওয়েবসাইট। আর তাতে সাবস্ক্রিপশন করতে একেকজন দর্শককে গুনতে হয় ২ হাজার রুপি।

পুলিশ জানায়, গহনা বশিষ্ঠ যে পর্ন ওয়েবসাইটটি চালাচ্ছিলেন, তাতে ৮৭টি অশ্লীল ভিডিও আপলোড করা হয়েছে। অবশেষে ৭ ফেব্রুয়ারি রাতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করলো এ অভিনেত্রীকে।

ইউএইচ/

Exit mobile version