Site icon Jamuna Television

পুত্র সন্তানের মা হলেন পিয়া

মা হলেন জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

পিয়ার মা মাহবুবা চৌধুরী জানান, বর্তমান মা ও ছেলে দু’জনই ভালো আছে। বাংলাদেশি তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়া ফেলেন পিয়া জান্নাতুল। গোটা সময়টাতে নানান আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে নিজের মতো করে এগিয়ে গিয়েছেন তিনি।

সাইবার বুলিংয়ের শিকারও হয়েছেন পিয়া। গর্ভকালীন মায়ের যত্মের প্রচলিত ধারণা অনেকটাই ভেঙে দিয়েছেন পিয়া। স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি তিনি। নিয়ম মেনে শরীরচর্চা করেছেন। জজকোর্টে আইনপেশাতেও নিয়মিত ছিলেন তিনি।

ইউএইচ/

Exit mobile version