Site icon Jamuna Television

তথ্য পাচারের অভিযোগ চীনে অস্ট্রেলীয় সাংবাদিক গ্রেফতার

অস্ট্রেলীয় সাংবাদিক চ্যাং লাই চীনে কয়েক মাস আটক থাকার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগ করেছে চীন।

অস্ট্রেলিয়ার সরকার এ তথ্য নিশ্চিত করেছে। আটকের আগে চ্যাং চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিজিটিন-এর উপস্থাপক ছিলেন।

অস্ট্রেলীয় কর্মকর্তারা জানান, গত আগস্টে তাকে আটক করা হয় ও গত শুক্রবার অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন বলেছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, বিচারে প্রাথমিক মানদণ্ড, প্রক্রিয়ার সততা ও মানবিক আচরণ মেনে চলা হবে বলে আমরা প্রত্যাশা করি।

চ্যাং লাইয়ের জন্ম চীনের হুনান প্রদেশে। তবে শিশু বয়সেই তিনি অস্ট্রেলিয়ায় অভিবাসী হয়েছিলেন। তিনি ২০১২ সালে চীনে ফিরে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ইংলিশ চ্যানেল সিজিটিএনে যোগ দেন। তিনি সারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) সাক্ষাৎকার নিতেন।

ইউএইচ/

Exit mobile version