Site icon Jamuna Television

সিনেটে ২য় বারের মতো অভিশংসনের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সিনেটে দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সকালে, কংগ্রেসের উচ্চকক্ষে শুরু হবে ট্রায়াল। তবে যাকে রাজনীতিতে আজীবন নিষিদ্ধের জন্য এতো তোড়জোড় সেই ডোনাল্ড ট্রাম্পই জানিয়েছেন- উপস্থিত থাকবেন না বিচার প্রক্রিয়ায়। বর্তমানে, ফ্লোরিডার গলফ্ রিসোর্টে রয়েছেন তিনি।

আজ ট্রাম্পের আইনজীবী এবং সিনেটরদের ৪ ঘণ্টা বক্তব্য পেশের পর, উত্থাপন করা হবে অভিশংসন প্রস্তাব। সেক্ষেত্রে, মূল বিচার প্রক্রিয়া শুরু হবে বুধবার দুপুর নাগাদ। প্রত্যেক পক্ষকে তথ্য উপস্থাপনে দেয়া হবে ১৬ ঘণ্টা সময়। এরপরই হবে চূড়ান্ত ভোটাভুটি।

জানুয়ারিতে, ক্যাপিটল হিলে চালানো হামলায় উসকানি দেয়ায় অভিযুক্ত ট্রাম্পকে দোষী প্রমাণে এক-তৃতীয়াংশ বা ৬৭ সিনেটরের সমর্থন প্রয়োজন। সেক্ষেত্রে, অন্তত ১৭ রিপাবলিকানকে দাঁড়াতে হবে ট্রাম্পের বিরুদ্ধে।

Exit mobile version