Site icon Jamuna Television

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পরমাণু সক্ষমতা বাড়িয়েছে উত্তর কোরিয়া: জাতিসংঘ

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গেলো বছর পরমাণু সক্ষমতা বাড়িয়েছে উত্তর কোরিয়া। সোমবার এক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এই অভিযোগ করে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়, ইরানের সহায়তায় এবং সাইবার হ্যাকিং এর মাধ্যমে প্রায় ৩০ কোটি ডলার অর্থ পরমাণু কর্মসূচিতে ব্যায় করেছে পিয়ংইয়ং।

পর্যবেক্ষক দলের দাবি, পরমাণবিক সুবিধা বজায় রাখা এবং ব্যালেস্টিক মিসাইলের সক্ষমতা বাড়াতে কাঠামোগত বেশকিছু উন্নয়নও করেছে দেশটি। গেলো বছর সামরিক কুচকাওয়াজে বেশ কিছু নতুন ধরনের মাসাইল প্রদর্শন করে উত্তর কোরিয়া। যেখানে ছিলো, স্বল্প, মাঝারি এবং সাবমেরিন থেকে উৎক্ষপণ করা সম্ভব এমন অন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল।

এই প্রতিবেদনের বিষয়ে কোন মন্তব্য করেনি জাতিসংঘে নিযুক্ত পিয়ংইয়ং এর বিশেষ দূত। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠা এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ৩ দফা বৈঠক করলেও কোন সমাধান আসেনি।

Exit mobile version