Site icon Jamuna Television

লালকেল্লায় সহিংসতার ঘটনায় পাঞ্জাবের অভিনেতা ও রাজনীতিবিদ দীপ সিধু গ্রেফতার

ভারতের প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় সহিংসতার ঘটনায় পাঞ্জাবের অভিনেতা ও রাজনীতিবিদ দীপ সিধুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ।

তবে কবে, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। ভারতে বিতর্কিত ৩টি কৃষি আইনের বিরুদ্ধে গেলো ২৬ জানুয়ারি রাজধানীতে ট্রাক্টর মিছিল করেন কৃষকরা।

পুলিশের অভিযোগ, ঐ দিন আন্দোলনকারীদের একটি দল ছত্রভঙ্গ হয়ে লালকেল্লায় তাণ্ডব চালায়। পরে লালকেল্লার সামনে জাতীয় এবং ধর্মীয় পতাকা টাঙিয়ে দেয়া হয়। সেই সহিংসতার পরই গা ঢাকা দিয়েছিলেন দীপ সিধু। পরে তাকে ধরিয়ে দিতে ১ লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করে পুলিশ। এ ঘটনায় আরও ৩ জনকে খুঁজছে প্রশাসন।

Exit mobile version