Site icon Jamuna Television

করোনা টিকা নিয়ে কেটে যাচ্ছে ভীতি, আগ্রহ বাড়ছে মানুষের

করোনা টিকা নিয়ে কেটে যাচ্ছে ভীতি, আগ্রহ বাড়ছে মানুষের। তৃতীয় দিনে ভ্যাকসিন সেন্টারগুলোতে যাচ্ছে মানুষ। নিরবিচ্ছিন্নভাবে চলছে করোনা টিকাদান কার্যক্রম।

গতকাল সরকারি সিদ্ধান্তের পর ৪০ বছরের বেশী বয়সীরা শুরু করেছেন ভ্যাকসিনের নিবন্ধন। সকালে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে টিকা নেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। এছাড়া টিকা দেয়ার হাসপাতালগুলোতে ভিড় করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি তাদের মধ্যে।

রাজধানী ঢাকায় ৫০ হাসপাতালে ২০৪টি টিম ও সারা দেশে ৯৫৫টি হাসপাতালে টিকা প্রদানে কাজ করছে দুই হাজার ১৯৬টি টিম।

Exit mobile version