Site icon Jamuna Television

রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে এমএলএম ব্যবসার মাধ্যমে প্রতারনা করে কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।

আজ মঙ্গলবার দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডি’র অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। তিনি বলেন, রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে প্রতারকদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি ২৪ মাসে দ্বিগুন মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিতো। দুই হাজারেরও বেশি মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে প্রতারক চক্রটি। অধিক মুনাফার আশায় যাচাই বাছাই না করে টাকা বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে সিআইডি।

Exit mobile version