Site icon Jamuna Television

ঘরের মাঠে বিশাল ব্যবধানে টেস্ট হারলো ভারত

চেন্নাই টেস্টে ভারতকে ২২৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। ৪২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯২ রানে গুটিয়ে গেছে ভারত। এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-০’তে এগিয়ে গেলো ইংল্যান্ড।

পঞ্চম ও শেষদিনে আরও ৩৮১ রান সামনে রেখে ব্যাট করতে নামেন দুই ভারতীয় ব্যাটসম্যান শুভমান গিল ও চেতেশ্বর পুজারা। পুজারাকে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন লিচ। তবে গিল, রাহানে ও পান্তের উইকেট তুলে নিয়ে ভারতকে পরাজয়ের মুখে ঠেলে দেন জিমি অ্যান্ডারসন।

কোহলি একাই প্রতিরোধ গড়েন, তিনি করেন ৭২ রান। ডাবল সেঞ্চুরিয়ান জো রুট হন ম্যাচ সেরা। এই সিরিজের ফলের ওপর নির্ভর করছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কে হবে নিউজিল্যান্ডের মুখোমুখি।

ইউএইচ/

Exit mobile version