Site icon Jamuna Television

বগুড়ায় মোটর মালিকদের দুই গ্রুপের কয়েকদফা সংঘর্ষ, আটক ১০

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বগুড়ার চারমাথায় মোটর মালিকদের দু’পক্ষের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক করা হয়েছে অনন্ত ১০ জনকে।

মঙ্গলবার দুপুরে মঞ্জুরুল আলম মোহন আর আমিনুল ইসলাম নামে দুই মোটর মালিক নেতার লোকজন চারমাথা এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায় তারা। দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে, শাহ ফতেহ আলী পরিবহনের কাউন্টার এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ শ্রমিকরা। ভাঙচুর করা হয় কয়েকটি বাসও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইউএইচ/

Exit mobile version