Site icon Jamuna Television

মিয়ানমারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে নিউজিল্যান্ড

মিয়ানমারের সাথে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার এ ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে চলমান গণআন্দোলনের সাথে একাত্মতাও জানান তিনি।
বলেন, মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সরকারকে আমরা স্বীকৃতি দেবো না। দেশটির শীর্ষ পর্যায়ে যোগাযোগ স্থগিত করছি এবং সেনা কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।

জেসিন্ডা বলেন, দেশটিতে আমাদের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। কিন্তু সেনা নিয়ন্ত্রিত সরকার লাভবান হতে পারে, এমন কোনো প্রকল্পেও আমরা অংশ নেবো না।

ইউএইচ/

Exit mobile version