Site icon Jamuna Television

বিএনপির নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা মৌলিক অধিকারের পরিপন্থী

বিএনপির নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা মৌলিক অধিকারের পরিপন্থী

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, এনএসআই-এর পক্ষ থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা মৌলিক অধিকারের পরিপন্থী বলেও মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার বিকলে সবশেষ স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিং করে নজরুল ইসলাম খান বলেন, অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য দেশজুড়ে বিএনপি নেতা-কর্মীদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে এসএসআই।

নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি এ নেতা জানান, বালাদেশ নিয়ে আল জাজিরার প্রতিবেদনের পরিস্কার কোন ব্যাখ্যা না দেয়া হতাশাজন। অভিযোগ করেন, নানাভাবে বিএনপি নেতা-কর্মীদের দমন করার চেষ্টা করছে সরকার।

Exit mobile version