Site icon Jamuna Television

১০ দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আলোকচিত্র উৎসব ‘শূন্য’

১০ দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আলোকচিত্র উৎসব 'শূন্য'

১০ দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে এশিয়ার সর্ববৃহৎ আলোকচিত্র উৎসব ছবি মেলা। এবারের ছবিমেলাটির নামকরন করা হয়েছে ‘শূন্য’ নামে।

রাজধানীর শুক্রাবাদে দৃকপাঠ ভবনে আলোকচিত্রটি উদ্বোধন হবে আগামী ১২ই ফেব্রুয়ারী। উদ্বোধন করবেন আলোকচিত্রী শহিদুল ইসলামসহ অন্যান্য কিউরেটররা।

বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার মোট ৫টি দেশের শিল্পীদের কাজ এবারের ছবি মেলায় স্থান পেয়েছে। ৭৫ জন শিল্পীর কাজ নিয়ে মোট ৮টি প্রকল্পে সাজানো হয়েছে এই ছবি মেলাটি। এছাড়াও ‘অফ লিমিটস’ নামে থাকছে সবচেয়ে বড় গ্রুপ প্রদর্শনী।

করোনাকালে সদ্য প্রয়াত স্থপতি বশিরুল হক এবং বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী শিল্পী সাইদা খানম স্মরণে থাকছে তাদের বিশেষ কাজের পদর্শনী।

Exit mobile version