Site icon Jamuna Television

সাকিবের জায়গায় ডাক পেলেন সৌম্য

চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে ঢাকা টেস্টে খেলবেন তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। বুধবার অনুশীলনে যোগ দিবেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রাম টেস্টে কুচকির নতুন ইনজুরিতে পরেন সাকিব। ঢাকায় দল ফেরার পর নিশ্চিত হয় তার ছিটকে যাওয়া। এরপরেই আলোচনায় আসে তার বদলি নিয়ে। কিন্তু কোভিড নিয়মে চাইলেই বাইরের কাউকে জৈব সুরক্ষা বলয়ে আনা যায় না। সেজন্যই ১৮ সদস্যের বড় দল ঘোষণাও করেছিলো নান্নু-বাশার নির্বাচক প্যানেল।

অথচ প্রাথমিক টেস্ট দলে না থেকেও ঢাকা টেস্টে সুযোগ পেলেন সৌম্য সরকার। এভাবে ১৮ সদস্যের বাইরে থাকা সৌম্যের দলে যুক্ত করায় জৈব সুরক্ষা বলয় সম্পর্কে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস করতে পারা সৌম্য দলে আসলেন একজন স্পিন অলরাউন্ডার সাকিবের পরিবর্তে।

ইউএইচ/

Exit mobile version