Site icon Jamuna Television

আবারও শাহজালালে বিপুল পরিমাণ কসমেটিকস ও সিগারেটসহ আটক ৫

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ কেজি কসমেটিকস ও ১২৬ কার্টুন সিগারেটসহ ৫ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ২টার সময় বিমানবন্দরে আগমনী পার্কিং এলাকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

ঘটনার বিবরণে জানা যায়, ইসমাইল হোসেন পাটোয়ারী (৩২), মহিউদ্দিন (৩৪), মো. রাসেল হোসেন (২৯), লোকমান (৩৪) ও নুর জামান (২২) দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে ঢাকায় অবতরণ করেন। তারা শুল্ক ফাঁকি দিয়ে কাস্টম চ্যানেল পার হয়ে ২ নম্বর আগমনী পার হয়ে বেড়িয়ে আসেন। তাদের কাছ থেকে ২০০ কেজি কসমেটিকস ও ১২৬ কার্টুন সিগারেট আটক করা হয়। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা নিয়মিতভাবে শুল্ক ফাঁকি দিয়ে এই ভাবে মালামাল আনার কাজ করছিলো। আটককৃত ৫ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউএইচ/

Exit mobile version