Site icon Jamuna Television

গণতন্ত্রের পুনরুদ্ধার ও খালেদার মুক্তির জন্য জনগণকে আহ্বান জানালেন রিজভী

গণতন্ত্রের পুনরুদ্ধার ও খালেদার মুক্তির জন্য জনগণকে আহ্বান জানালেন রিজভী

গণতন্ত্রের পুনরুদ্ধার ও খালেদা জিয়াকে মুক্তির জন্য জনগনকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মিথ্যা সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন নারী ও শিশু অধিকার ফোরাম।

এসময় রিজভী আরও বলেন, খালেদা জিয়া বাইরে থাকলে রাতের অন্ধকারে ভোট করতে পারত না আওয়ামী লীগ।

এ সময় ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আন্দোলন দেখতে হলে সরকারি বাসা ছাড়েন, পুলিশ ব্যারিকেড, সিকিউরিটি ছাড়া রাস্তায় বের হন, দেখেন জনগণ কি আন্দোলন দেখায়।

Exit mobile version