Site icon Jamuna Television

কেরালায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৯ শিক্ষার্থী

কেরালায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৯ শিক্ষার্থী

ভারতের কেরালায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা আক্রান্ত হয়েছেন ১৮৯ শিক্ষার্থী। বিষয়টি প্রকাশ হওয়ার পরপরই স্কুল দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

কয়েক দিন আগেই দশম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুলে দেয় কেরালা কর্তৃপক্ষ। এরপরই রাজ্যের মালাপ্পুরাম জেলার পাশাপাশি দুটি স্কুলের দশম শ্রেণির ১৮৯ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। একই সাথে স্কুল দুটির ৭০ জন শিক্ষক ও কর্মীও আক্রান্ত হয়েছেন করোনায়।

একসাথে কিভাবে এতো শিক্ষার্থী ও শিক্ষক-কর্মী করোনা আক্রান্ত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য কর্মকর্তারা।

Exit mobile version