Site icon Jamuna Television

বিহার-উত্তর প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি

বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে ভারতের বিহার ও উত্তর প্রদেশে। শুধু বিহারে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৪২ জনের। এ নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৮২ জনে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে বিহারের ১৯ জেলায় পানিবন্দি পৌনে দুই কোটি মানুষ । পরিস্থিতির অবনতি হয়েছে উত্তর প্রদেশেও। এ রাজ্যের মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে।  মৃতের সংখ্যা বাড়লেও পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বেশ কিছু জেলায়। পানি কমতে শুরু করেছে উত্তরপূর্বাঞ্চলীয় বাংলাদেশের প্রতিবেশি রাজ্য আসামেও। সাম্প্রতিক বন্যায় বিহার, উত্তর প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গসহ ভারতের ছয় রাজ্যে মৃত্যু হয়েছে অন্তত নয়শো মানুষের। এদিকে, নেপালে শতাব্দীর ভয়াবহ বন্যার পর বিশুদ্ধ পানি ও খাদ্যসংকটের কারণে দেখা দিয়েছে তীব্র মানবিক বিপর্যয়।

Exit mobile version