Site icon Jamuna Television

ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় সাংবিধানিক প্রশ্নে সিনেটের সমর্থন

ক্ষমতা ছাড়ার পরও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক কিনা সেই প্রশ্নে সম্মতি দিলো কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

মঙ্গলবার সাবেক প্রেসিডেন্টের আইনজীবী টিমের পক্ষ থেকে পার্লামেন্টে এ প্রশ্ন তোলা হয়। তাদের অভিযোগ, রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে চাইছেন ডেমোক্র্যাটরা। যার ভিত্তিতে হয় ভোটাভুটি। ৫৬-৪৪ ভোটে বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্মতি জানান সিনেটররা। যদিও, মাত্র ৬ জন রিপাবলিকান সিনেটর ইস্যুটিতে জানিয়েছেন সমর্থন।

তারই ধারাবাহিকতায় মার্কিন সময় বুধবার দুপুর নাগাদ শুরু হবে কংগ্রেসে বিতর্ক, তারপরই চূড়ান্ত ভোট। ট্রাম্পকে অভিশংসিত করতে প্রয়োজন সিনেটের দুই-তৃতীয়াংশ বা ৬৭ আইনপ্রণেতার সমর্থন। সেক্ষেত্রে অন্তত ১৭ রিপাবলিকানকে দাঁড়াতে হবে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। এর ফলে, সারা জীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হবেন ডোনাল্ড ট্রাম্প।

ইউএইচ/

Exit mobile version