Site icon Jamuna Television

করোনার টিকা ভীতি কমে যাওয়ায় আগ্রহ বাড়ছে মানুষের

দেশজুড়ে চলছে কোভিড নাইনটিন টিকাদান কার্যক্রম। চতুর্থ দিনে ভ্যাকসিন সেন্টারগুলোতে যাচ্ছে মানুষ। নিরবচ্ছিন্নভাবে চলছে করোনা টিকাদান কার্যক্রম।

বুধবার সকাল থেকে কেন্দ্রে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। করোনা টিকা নিয়ে ভীতি কমে যাওয়ায় আগ্রহ বাড়ছে মানুষের। রাজধানীর ৫০টি কেন্দ্র থেকে দেয়া হচ্ছে করোনার প্রতিষেধক। টিকা নিতে অনলাইনে নিবন্ধন করতে হবে। তবে জাতীয় পরিচয়পত্র থাকলে কেন্দ্রেও নিবন্ধনের ব্যবস্থা রয়েছে।

এ পর্যন্ত যারা টিকা নিয়েছেন বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি তাদের মধ্যে। রাজধানীতে ২০৪টি টিম ও সারা দেশে ৯৫৫টি হাসপাতালে টিকা প্রদানে কাজ করছে দুই হাজার ১৯৬টি টিম।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, খুব শিগগিরই আসছে ফাইজারের টিকাও।

ইউএইচ/

Exit mobile version