Site icon Jamuna Television

উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩২

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩২ জনে। মঙ্গলবারের অভিযানে আরও ৬ হতভাগ্যের মরদেহ খুঁজে পান উদ্ধারকর্মীরা।

প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় এখনো নিখোঁজ কমপক্ষে ২০০ মানুষ। তপোবন-বিষ্ণুগড় জল-বিদ্যুৎ প্রকল্পের আড়াই কিলোমিটার দীর্ঘ টানেলেই আটকা ৪০ জনের মতো শ্রমিক। তাদের জীবিত উদ্ধারে ৬০ ঘণ্টার বেশি সময় ধরে চলছে যৌথ বাহিনীর তৎপরতা।

এরইমধ্যে, সুরঙ্গটিতে প্রবেশ করেছেন উদ্ধারকর্মীদের একটি দল। শঙ্কা- সময়ের সাথে কমে আসছে শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা।

রোববার হিমালয়ের ‘নন্দা দেবী’ হিমবাহ ধসে পড়ে; উন্মত্ত জলরাশিতে ভেসে যায় রাজ্যটির চামোলি জেলা। ধ্বংস হয় সেখানকার দুটি জল-বিদ্যুৎ প্রকল্প এবং ৫টি সংযোগ সেতু। বিলীন হয় হাজার খানেক ঘরবাড়ি ও স্থাপনা। নিহতদের পরিবার ও গুরুতর আহতদের জন্য ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার।

ইউএইচ/

Exit mobile version