Site icon Jamuna Television

প্রকাশক দীপন হত্যা মামলার রায় কিছুক্ষণ পর

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার রায় ঘোষণা করার হবে কিছুক্ষণের মধ্যেই।
কারাগারে থাকা ৬ জন আসামিকে আদালতে তোলা হয়েছে।

ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এ রায় দেবেন। মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়েছে। আট আসামির সবার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের দোকানে দীপনকে গলা কেটে হত্যা করা হয়। দীপনকে হত্যার পর ওই দিনই তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৩ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আট আসামির বিচার শুরু হয়।

অভিযুক্তরা হলেন- মইনুল হাসান শামীম, মো. আ. সবুর, খাইরুল ইসলাম, মো. আবু সিদ্দিক সোহেল, মো. মোজাম্মেল হুসাইন, মো. শেখ আব্দুল্লাহ, সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেন ওরফে হাসিব।

ইউএইচ/

Exit mobile version