Site icon Jamuna Television

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জিয়াউর রহমানের খেতাব বাতিল করা হয়েছে: হাফিজ

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করা হয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার সকালে বনানীতে তার বাসভবনে এমন অভিযোগ করেন তিনি। বলেন, জিয়াউর রহমান কোনোভাবেই বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন না। আর বঙ্গবন্ধুর খুনিদের দেশত্যাগে জিয়াউর রহমান নয়; খালেদ মোশাররফ সহায়তা করেছিলেন বলে জানান হাফিজ উদ্দিন।

তিনি বলেন, শুধুমাত্র জিয়াউর রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমন সিদ্ধান্ত। জিয়াউর রহমানের অবদান অস্বীকার করা ও খেতাব বাতিল করার অধিকার কারো নেই। আর যদি করা হয়ে তবে এতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হবে বলেও মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধের ৫০ বছর পর মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার ও মুক্তিযোদ্ধাদের হেয় করার তীব্র নিন্দা জানান বিএনপির এই নেতা।

ইউএইচ/

Exit mobile version