Site icon Jamuna Television

২০২২ সালের জুনে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু: কাদের

২০২২ সালের জুনের মধ্যেই যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু: কাদের

আগামী বছর জুনের মধ্যেই পদ্মা সেতুর অবকাঠামো নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এমনটিই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ওবায়দুল কাদের। বলেন, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে; যা সত্য নয়।

২০২৩ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির যে কথা বলা হয়েছে তা নির্মাণ প্রতিষ্ঠানসমূহের জন্য উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, যদি কোন মেরামতের প্রয়োজন হয়, সেজন্য তাদেরকে ২০২৩ এর জুন পর্যন্ত সময় দেয়া হবে।

Exit mobile version