Site icon Jamuna Television

তাপমাত্রা আরও বাড়বে, প্রশমিত হবে শৈত্যপ্রবাহ

ফাইল ছবি

দেশের কয়েকটি জেলায় বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, শ্রীমঙ্গল, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী তিন দিন (৭২ ঘণ্টা) রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Exit mobile version