Site icon Jamuna Television

সাগর-রুনি হত্যার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সাগর-রুনি হত্যার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, সাগর-রুনি হত্যার ১০ বছর হলেও তাদের হত্যার প্রকৃত খুনীদের ধরতে পারেনি এখনও। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন তখন বলেছিলেন, ৪৮ ঘন্টার মধ্যে খুনীদের বিচার করা হবে। তবে সেটি ১০ বছরেও সম্ভব হয়ে ওঠেনি।

বক্তারা অভিযোগ করেন, সাগর-রুনি হত্যার প্রকৃত খুনীদের সরকার আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলেই তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে। সাগর-রুনি হত্যার বিচার ও গনতন্ত্রের পুঃনরুদ্ধারের জন্য আন্দোলন চালানোর আহ্বান জানান।

Exit mobile version