Site icon Jamuna Television

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত শতবর্ষী এক নাৎসি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত শতবর্ষী এক নাৎসি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৩ হাজার ৫১৮ জনকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হলেন শতবর্ষী এক নাৎসি। মঙ্গলবার এই রায় দেন জার্মানীর এক আদালত।

তবে জার্মান নিরাপত্তা আইনের কারণে অভিযুক্তের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তার বিরুদ্ধে ১৯৪২ থেকে ৪৫ সাল পর্যন্ত বার্লিনের বাইরের একটি নির্যাতন কেন্দ্রে গণহত্যা চালানোর প্রমাণ মিলেছে। সেখানকার গ্যাস চেম্বারের নিরাপত্তারক্ষী ছিলেন অভিযুক্ত নাৎসি।

গেলো সপ্তাহেও ৯৫ বছর বয়সী এক নাগরিককে প্রায় ১০ হাজার মানুষকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

গতবছরও ৫ হাজার মানুষকে হত্যার ঘটনায় অপরাধী প্রমাণিত হন ৯৩ বছরের নাৎসী। এখনো তাদের সাজা ঘোষণা হয়নি।

Exit mobile version