Site icon Jamuna Television

মাছেরা কি আগেই টের পায় প্রাকৃতিক বিপর্যয়ের কথা?

মাছেরা কি আগেই টের পায় প্রাকৃতি বিপর্যয়ের কথা..?

মাছেরা কি আগেই টের পায় প্রাকৃতিক বিপর্যয়ের কথা? এমন প্রশ্ন আবারও আসছে ঘুরেফিরে, উত্তরাখণ্ডের হিমবাহ ধসের ঘটনার পর।

প্রত্যক্ষদর্শী জানান, ওই ট্র্যাজেডির কিছুক্ষণ আগে অলকানন্দা নদী তীরের বিভিন্ন গ্রামে উঠে আসে মাঝের ঝাঁক। মূলত গভীর পানির এসব মাছ তীরে উঠে আসা বিস্মিত হন জেলেরা।

তারা জানান, মাছের পরিমাণ এতই বেশি ছিলো যে বড়শি কিংবা জাল ছাড়াই খালি হাতে ধরা যাচ্ছিলো এসব মাছ। এমনকি নদীর পানির রং পাল্টে ধুসর বর্ণ ধারণ করে।

বিজ্ঞানীরা বলছেন, মাছ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় দূর এলাকার কোনো কম্পনও টের পায় তারা। ফলে হিমবাহের অংশ ধসে পড়ায় মাছেরা সেটি টের পেয়ে সরে আসে উপকূলের দিকে। এরপরই সেগুলো ধরা পড়ে জেলেদের কাছে।

Exit mobile version