Site icon Jamuna Television

টিকা গ্রহণ করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে অভিনন্দন জানালেন ভারতীয় হাইকমিশনার

দেশব্যাপী করোনাভাইরাসের টিকা প্রদান কর্মসূচীর আওতায় আজ বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের টিকাদান।

বিকাল সাড়ে তিনটায় রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথম টিকা গ্রহণ করেন ভ্যাটিকান সিটির প্রতিনিধি ও ডিপ্লোমেটিক কোরের ডিন জর্জ কোসারি। তাদের পরই টিকা গ্রহণ করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

টিকা নেয়ার পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশি সব বন্ধুকে বলব-আপনারা টিকা নিন। ভারত সবসময় বাংলাদেশের সাথে আছে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

এসময় বিদেশি কূটনীতিকদের টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ভারতের টিকাকে আলাদা করে দেখার কিছু নেই। যারা টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। আজ কূটনীতিকদের টিকা দেয়া শুরু হওয়ার পর পর্যায়ক্রমে বাংলাদেশে অবস্থান করা প্রায় ১২ শতাধিক কূটনীতিককে টিকা দেওয়া হবে।

Exit mobile version