Site icon Jamuna Television

করোনার টিকা নিলেন জেমস, উৎসাহ দিলেন ভক্তদেরও

দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচী শুরু হওয়ার চতুর্থদিনে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা গ্রহণ করেন ‘নগর বাউল’ এর ভোকাল ও দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী জেমস।

আজ বুধবার দুপুরে তিনি বিএসএমএমইউতে করোনার টিকা গ্রহণ করেন। একইসাথে তিনি তার ভক্তদেরও করোনার টিকা গ্রহণ করতে আহ্বান জানান।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, জেমস নিজ থেকেই টিকার ব্যাপারে আগ্রহী ছিলেন। সেইসাথে হাসাপালে যোগাযোগও রাখছিলেন টিকা গ্রহণ করার ব্যাপারে।

Exit mobile version