Site icon Jamuna Television

ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

কেরানীগঞ্জ থেকে অস্ত্র’সহ পেশাদার ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় দু’টি পিকআপ, চাপাতি, ছুরি ও ১১টি মোবাইল জব্দ করা হয়েছে।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। রাজধানীর পলাশী এলাকায় একটি ডাকাতির অভিযোগ দায়েরের পর কেরাণীগঞ্জে অভিযান চালায় লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন স্থানে পিকআপ ও ছোট ট্রাক ছিনতাইয়ের সাথে জড়িত। আর এসব গাড়ি ব্যবহার করেই তারা ডাকাতি-সহ নানা অপরাধ করে আসছিলো।

Exit mobile version