Site icon Jamuna Television

গরম কাচ্চি খেতে হবে তাই রেফারিকে জলদি বাঁশি দেয়ার অনুরোধ!

বাসায় যেয়ে গরম গরম কাচ্চি খেতে হবে তাই তাড়াতাড়ি ম্যাচ শেষ করার জন্য রেফারিকে বাঁশি দেয়ার অনুুরোধ করছেন, নাকি ঘন ঘন বাঁশি দেয়ার অভ্যাস পাল্টাতে বলছেন রেফারিকে উদ্দেশ্য করে? এমন ধাঁধা রেখে দিলেন জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন ও ফুটবল সেনসেশন জামাল ভূঁইয়া।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রেফারিকে বাঁশি প্রদানরত অবস্থায় তার সাথে কথপোকথনের একটি ছবি শেয়ার করে এই ধাঁধা ছুড়ে দেন ভক্তদের প্রতি।

ছবিতে দেখা যায় কোন এক ম্যাচে বাঁশি বাজানোর পর জামাল ভূঁইয়ার সাথে কথা বলছেন রেফারি। সেই ছবির ক্যাপশনের এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেন: 🔹 কি মনে হয় রেফারিকে আমি কি বলেছি?
১➖ জলদি বাঁশি দেন, বাসায় গিয়ে কাচ্চি খেতে হবে।
২➖ রেফারি, এটি মোটেই ফাউল নয়। প্রতি মিনিটে বাঁশি বাজানোর স্বভাব ত্যাগ করুন।

Exit mobile version