Site icon Jamuna Television

জুরাইনে পুলিশের এক সোর্সকে হত্যা

জুরাইনে পুলিশের এক সোর্সকে হত্যা

রাজধানীর পূর্ব জুরাইনের নবারুণ গলিতে জাকির হোসেন নামে পুলিশের এক সোর্সকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা মজিবুর রহমান মোহন নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাতটার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। কদমতলী থানার উপ-পরিদর্শক এসআই রফিকুল ইসলাম জানান, তাদেরকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মজিবুর চিকিৎসাধীন রয়েছেন।

জানান, ময়নাতদন্তের জন্য জাকিরের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

আহত মজিবুর দাবি করেন, জাকিরকে মাদক ব্যবসায়ী স্বপন, শুকুর ও লিটনসহ ১৫/২০ জন মিলে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।

Exit mobile version