Site icon Jamuna Television

মদিনায় সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ বাংলাদেশির মৃত্যু

মদিনায় সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ বাংলাদেশির মৃত্যু

মদিনা মনোয়ারায় সোফা কারখানায় আগুন লেগে ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।

নিহতদের তালিকায় রয়েছেন দুই ভাই। তারা চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী জনাব সুলতান আহমদের ছেলে মিজান ও আরাফাত। বাকিরা অতিমাত্রায় দগ্ধ হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সময় ভোরেই আগুন ছড়ায় এমনটা নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ।

মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

Exit mobile version