Site icon Jamuna Television

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ১০ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পরিচয় মেলেনি একজনের।

তার মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত দশজন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে হতাহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

পুলিশ জানায়, মরদেহ হস্তান্তর শেষ হলে মামলা নেয়া হবে।

গতকাল বিকেলে ঝিনাইদহ-খুলনা মহাসড়কের বারোবাজারে ট্রাকের ধাক্কায় বাস উল্টে প্রাণ যায় নারী-শিশু’সহ ১১ যাত্রীর। ঘটনার পর ট্রাক নিয়ে পালায় চালক-হেলপার।

Exit mobile version