Site icon Jamuna Television

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জারি করা হয়েছে জোরালো সুনামি সতর্কতা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নিউ ক্যালেডোনিয়া থেকে ৪১৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে হয় কম্পন।

এর ফলে, ফিজি-নিউজিল্যান্ড ও ভানুয়াতুর কয়েকটি উপকূলে বিপজ্জনক সুনামির ঢেউ লক্ষ্য করা যায়। সাধারণ সময়ের তুলনায় ঢেউয়ের উচ্চতা ছিলো তিন ফুটের বেশি। সুনামি আতঙ্কে ‘লর্ড হাওয়ে দ্বীপে’ জরুরি সতকর্তা জারি করে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডও উপকূলবর্তী মানুষদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। ২০১৮ সালের জোরালো ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় প্রাণ হারান ৪ হাজারের বেশি মানুষ।

Exit mobile version